Tathagata Roy
Tathagata Roy

@tathagata2

4 Tweets 24 reads May 30, 2023
যেন ভুলে না যাই।
আজকে বানতলা ধর্ষণ-খুনের বার্ষিকী। ১৯৯০ সালে এই দিনটিতে সিপিএমের কিছু কমরেড কলকাতা-বাসন্তী রোডের উপর একটি গাড়িকে আটক করেছিল। গাড়িতে ছিলেন তিন মহিলা -- উমা ঘোষ, রেণু ঘোষ, অনীতা দেওয়ান এবং ড্রাইভার অবনী নাইয়া। অবনীবাবু গাড়িটি নিয়ে
ওদের এড়িয়ে পালাবার চেষ্টা করলে গাড়ি উল্টে যায়। তারপর তিনজন মহিলাই ধর্ষিতা হন, তাঁদের মধ্যে একজন এবং অবনীবাবু মারা যান। অবনীবাবুর শরীরে তেতাল্লিশ জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তাঁর পুরুষাঙ্গ ভারী কিছু দিয়ে মেরে থেঁতলে দেওয়া হয়েছিল। মৃতা মহিলার যোনিপথে একটি
আস্ত টর্চ পাওয়া গিয়েছিল। শব-ব্যবচ্ছেদকারী মহিলা সার্জন (যাঁরা যথেষ্ট পোড়খাওয়া মানুষ হন) এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যান।
শয়তান বড় কমরেডদের প্রতিক্রিয়া : প্রশান্ত সুর বলেছিল, "ওদেরকে বোধ হয় ছেলেধরা বলে ভুল করেছিল"। জ্যোতি বোস বলেছিল,
" এরকম তো কতই হয়"!
কেউ গ্রেপ্তার হয় নি।
মুলো পার্টি কোথা থেকে খুনখারাপি শিখেছে (বেলেঘাটার অভিজিৎ সরকারের বীভৎস হত্যা, বীরভূমের বগটুই গ্রামের ন'জনকে জ্যান্ত জ্বালিয়ে মারা ইত্যাদি স্মর্তব্য) বুঝে নিন।

Loading suggestions...